শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকায় গ্রেফতারকৃত বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল চৌধুরী, সাবেক সহ-সভাপতি তৌফিকুল ইসলাম রুবেলের নিঃশর্ত মুক্তি ও হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু ও যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সুমনসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল। রবিবার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সান্টু, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, শামিম আহমেদ নাসির, শামীম আহমেদ শামীম, খোকন তালুকদার, মোঃ সৈয়দ আলী, মোঃ সুজন মিয়া, মুরাদুজ্জামান মাসুম, উপজেলা যুবদলের সদস্য মোঃ রাসেল মিয়া, কামরুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম রিপন, মহিউদ্দিন আহমেদ রিদয়, অলিউর রহমান, মাহফুজ আহমেদ, মোহন খাঁন, মোঃ নিরব মিয়া, কামাল, সোহেল, আক্তার, মোঃ বাবু মিয়া, বাবুল মিয়া প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন- আওয়ামী লীগ জি কে গউছের সাথে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মামলা হামলা করে যাচ্ছে। অনতিবিলম্বে জি কে গউছের নিঃশর্ত মুক্তি ও জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ সহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com