স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে মৃত ফুফুকে দেখতে এসে মারা গেলেন ভাইজি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সোমবার সকালে বাঘাসুরা গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী মাকসুদা আক্তার (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খবর পেয়ে তাকে দেখতে আসেন তারই ভাইজি মৃত আব্দুল মতিনের কন্যা খায়রুন বেগম (৪০)। এক পর্যায়ে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com