আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম শচীন্দ্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। গতকাল ৪ সেপ্টেম্বর শচীন্দ্র কলেজের শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। শিক্ষক কর্মচারীবৃন্দ নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করেন এবং তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি কর্মজীবনে কয়েকটি কলেজে চাকুরি করেছেন। ১৯৯৫ সালে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে যোগদান করে প্রায় ১৬ বছর কর্মরত ছিলেন। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে ২০১০ সালে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করে প্রায় ১৩ বছর দায়িত্ব পালন করেন। তিনি বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে এক শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোঃ সিরাজুল ইসলাম ছিলেন উপজেলা সমবায় অফিসার।
অধ্যক্ষ মোঃ মুনিরুল ইসলাম এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ তাজিজুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ দাবিরুল ইসলাম এবং সিকন্দরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও শালিশ বিচারক মোঃ নজরুল ইসলাম এর আপন ভাতিজা। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com