হবিগঞ্জ আদালতে তোলা হবে আজ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জি কে গউছ, জেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিমসহ ৫ নেতাকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়েছে। গতকাল সোমবার বিকেলে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে আনা হয়। এদিকে তাদের হবিগঞ্জ কারাগারে আনা হচ্ছে এমন খবরে শত শত নেতাকর্মী হবিগঞ্জ কারাগারের গেটের সামনে ভিড় করে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। আজ মঙ্গলবার সকাল ১০টায় তাদেরকে হবিগঞ্জ কোর্টে উপস্থিত করা হবে। এদিকে রাতেই পুলিশের পক্ষ থেকে আদালতপাড়াসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জি কে গউছসহ উপরোল্লিখিতদের আটক করে। পর দিন ৩০ আগস্ট তাদের আদালতে হাজির করে পুলিশ। একটি মামলার সুষ্ঠু তদন্তের জন্য জি কে গউছ ও রুবেল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com