স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তি দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ পৌর বিএনপি। গতকাল সোমবার বিকেলে শহরের প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুয়াইমিন চৌধুরী ফুয়াদ ও সাংগঠনিক সম্পাদক মোর্তুজা আহমেদ রিপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলাউদ্দিন, শাহ আলম চৌধুরী মিন্টু, ফজলুর রহমান ফজলু, আব্দুল কাইয়ুম মেরাজ, মামুনুর রশিদ খান, এনামুল হক খান, লিটন আহমেদ, ইলিয়াস আহমেদ ওয়াহিদ, আব্দুর রউফ মোল্লা, কামাল খান, আব্দুর রউফ মোল্লা, সাহেব আলী, মামুন আহমেদ, আব্দুল হান্নান, সাহেব আলী, আমির আলী, বিজয় বাবু, আক্কাস আলী গোলাপ খান, ইলিয়াস মিয়া, বুধু মিয়া, আব্দুল আহাদ, আনিসুজ্জামান জেবু, কাজল মিয়া, ইকবাল আহমেদ, শাজাহান মিয়া, বদরুল আলম, সাজিদ মিয়া, বাদল মিয়া, ওলিদ মিয়া, জাকির হোসেন, জোবেদ মিয়া, তাজুল ইসলাম গাজী, আবুল হোসেন, ফকির নেওয়াজ, নজরুল ইসলাম শান্ত, রাজু বিশ্বাস চঞ্চল আব্দুর রাজ্জাক চৌধুরী, মোহাম্মদ জাহির মিয়, আব্দুল হান্নান সুফল, গাজী খান আফজল, জয়নাল আবেদীন, সাহান আহমেদ, আনোয়ারুল ইসলাম আনু, শফিক মিয়া, আব্দুল সালাম, ফারুক মিয়া, মতিন সরদার, মোহাম্মদ আলী, আজল ইসলাম, আখলাছ মিয়া, গাজী রিপন, মজিদ মিয়া, আমজাদ হোসেন, শাহ আব্দুল খালেক, রইস আলী, হাসান মিয়া, তাওস মিয়া, মোহাম্মদ রফিক সামসু মিয়া, কদর আলী কদর আলী, মনির হোসেন, জলিল কমিশনার, সৈয়দ রুহেব আহমেদ, মাহমুদ আনসারী, রণাক হাসান তারেক, আলামিন তালুকদার, আমিন শাহ, নুরুল হক জি এম, কামরুজ্জামান উজ্জ্বল, নাজমুল হোসেন অনি, শামসুদ্দিন আহমেদ আরিফ, শাহ মুবিন প্রমুখ।