মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে রেলপথ থেকে এক অজ্ঞাত নারী (৩২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পুরাতন থানা ভবনের পেছনে বড়চর এলাকার রেলপথ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে সিলেটগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ও পরিচয় সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com