মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সাবেক সহকারি শিক্ষা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার বিকেলে থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম খাঁনের নেতৃত্বে পুুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মন্জুর আহসান উপজেলা প্রশাসনের পক্ষে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার মোঃ এনাম খাঁন ও মুক্তিযোদ্ধা ঝারু মিয়া ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে আছরের নামাজের পর মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, প্যানেল চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম, কাউন্সিলর সামসুল আলম পাঠান পিন্টু, মোঃ বাবুল হোসেনসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। সোমবার সকাল সাড়ে ৮টায় মাধবপুর পৌর শহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com