মেয়র আতাউর রহমান সেলিমের প্রতি কৃতজ্ঞতা
হবিগঞ্জ শহরের যশেরআব্দা খোয়াই নদীর চরে অ্যাডভোকেট আফিল উদ্দিন কর্তৃক দখলকৃত খেলার মাঠটি গত ১২ আগস্ট হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের একান্ত প্রচেষ্টায় ও কাউন্সিলর জাহির উদ্দিনের সহযোগিতায় উদ্ধার হয়েছে। মাঠটি উদ্ধার হওয়ায় এলাকাবাসী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সাংবাদিক, স্থানীয় মুরুব্বীয়ান, পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দ, নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দসহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদেও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, দুই যুগ পূর্বে যশেরআব্দায় খোয়াই নদীতে গজে উঠা চরের খেলার মাঠটি সম্প্রতি দখল করে রাখেন অ্যাডভোকেট আফিল উদ্দিন। মাঠটি সংরক্ষণ করতে জেলা প্রশাসক বরাবরে গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়। জেলা প্রশাসক অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বিষয়টি মিমাংসার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। কয়েক দফা মাপজোক ও বিচার সালিশের পর গত ১২ আগস্ট অ্যাডভোকেট আফিল উদ্দিনের পাকা পিলার তুলে দখল হওয়া মাঠটি উদ্ধার করে যশেরআব্দা গ্রামবাসীর নিকট বুঝিয়ে দেন। পৌর মেয়রকে সহযোগিতা করেন স্থানীয় পৌর কাউন্সিলর জাহির উদ্দিনসহ মুরুব্বিয়ানরা। অভিযোগ রয়েছে- গ্রামবাসী তাদের খেলার মাঠটি বুঝে পেলেও আবারও দাঙ্গায় জড়াতে চেষ্টা করে যাচ্ছেন আফিল উদ্দিন ও তার লোকজন। গতকাল শনিবার গ্রামবাসীর ওপর বিনা উস্কানিতে হামলার চেষ্টা করা হয়।