স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ আগস্ট রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার খোয়াবই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ কেজি গাঁজা উদ্ধার ও আল আমিন শীল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার কেনদায় মৌলভীপাড়া এলাকার মোঃ সালাউদ্দিন এর ছেলে ।
পরে ৭০ গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাধবপুর থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com