স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে বিদ্যুৎ না থাকায় রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাসপাতাল এলাকায় বিদ্যুৎ না থাকায় এবং হাসপাতালের জেনারেটরটি বিকল হয়ে পড়ায় রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে শিশুদের বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ- হাসপাতালে জেনারেটর থাকলেও সেটি ছিল বিকল। বার বার গণপূর্ত বিভাগকে বলার পরও সেটি তারা মেরামত করে দিচ্ছে না।
এ ব্যাপারে আলাপকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার জানান- হাসপাতালে জেনারেটর রয়েছে। কিন্তু সেটি বিকল। গণপূর্তকে বলা হয়েছে, তারা শীঘ্রই তা মেরামত করে দেবে।