নবীগঞ্জ প্রতিনিধি ॥ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হিন্দু ধর্মাবলম্বী নিরীহ মানুষের উপর ও বাড়িঘরে হামলার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পৌর শাখাা, আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ ইসকন, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখা, উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘ, উপজেলা সৎসঙ্গ, লোকনাথ সেবাসংঘ, সনাতন বিদ্যার্থী সংসদ, পারমার্থিক পাঠক ফোরাম, জাতীয় হিন্দু মহাজোট, আঞ্চলিক বুড়াঠাকুর সেবাসংঘ, উপজেলা মহিলা গীতা সংঘসহ বিভিন্ন সংগঠনের সার্বিক সহযোগিতায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় নবীগঞ্জে নতুনবাজার মোড়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা ইসকনের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com