গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান হবিগঞ্জ জেলা কার্যালয়ে এক সময়ের প্রিয় মুখ সাংস্কৃতিক অঙ্গনের পথিকৃৎদের মধ্যমণি সৈয়দ রফিকুল হক (নোমান) এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সৈয়দ রফিকুল হক (নোমান) গত ১১ মার্চ সন্ধ্যায় (বাংলাদেশ সময়) অষ্ট্রেলিয়ার সিডনিতে মৃত্যুবরণ করেন। তিনি সিডনিস্থ রেডিও রূপসী বাংলার ডাইরেক্টর ছিলেন। উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি মোঃ শরীফ উল্লাহ। এতে মরহুমের জীবনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, সৈয়দা ইকবাল আরা, ডাঃ শাখাওয়াত হাসান জীবন, ঝুনা চৌধুরী, ডাঃ কামরুল হাসান তরফদার, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌধুরী, মোঃ এনায়েত উল্লাহ তারেক, সালেহ আজগর খান বুলু, সৈয়দা চেমন আরা মনাক্কা, রাবেয়া খাতুন, শায়েলা পারভীন দিপা, পাইলট রাশা আলভী সাথী, অধ্যক্ষ ফরাশ উদ্দিন শরীফী, অনিমেষ দেব রায়, ডাঃ আব্দুর রব, গোলাম মাহমুদ মানিক, অ্যাডভোকেট শ্যামল কান্তি দাস, মোহাম্মদ আলী চৌধুরী সেলিম, মোঃ মোস্তফা, তার বাল্যবন্ধু ডাঃ তোফাজ্জল হক বাচ্চু যুক্তরাষ্ট্র থেকে এবং তার বড়বোন জামাই বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) তাহের আখঞ্জীর পাঠানো শোকবার্তা পড়ে শোনানো হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন আব্দুল হাছিব চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি