স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের শাল্লা উপজেলা নোয়াগাওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ। সংবাদপত্রে এক বিবৃতিতে তিনি হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির আহবান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। যা ১৯৭২ সালের রচিত সংবিধানেও ছিল। যারা সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানী দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় তা কোন ভাবেই বরদাশত করা হবে না। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com