হোটেল ও মুদীর দোকানকে অর্থদন্ড
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার কালাউক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা।
সূত্র জানায়, কালাউক বাজারে রাস্তায় তেলের ড্রাম ও অন্যান্য মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনার অপরাধে একটি মুদির দোকানের মালিককে ১ হাজার টাকা, হোটেলে নোংরা ও উন্মুক্ত পরিবেশে খাবার রাখা এবং লেবেলবিহীন পণ্য বিক্রির অপরাধে একটি রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং মাস্কবিহীন চলাফেরার অপরাধে ১০০টাকা করে দুই ব্যক্তিকে ২০০ টাকা সর্বমোট ৪টি মামালায় ৪ জনকে ২ হাজার ২শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন লাখাই থানার একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা বলেন বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারও বৃদ্ধি পাওয়ায় পথচারীদের মাস্ক পরতে উদ্বুুদ্ধ করা হয় এবং কয়েকজন পথচারীকে সাথে সাথে মাস্ক ক্রয় করতে বাধ্য করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com