বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং আদর্শ বাজার কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক লোক আহতের ঘটনায় দায়ের করা পুলিশ এসল্ট মামলায় জামায়াত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার খানকে আদালতের আদেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় আদর্শ বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে মাতাপুর গ্রামের এস এম হাফিজুর রহমান ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রমজান আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনসহ কয়েক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি এস আই মোঃ ইদ্রিস আলী বাদী হয়ে ইকবাল বাহারসহ ১৭ জনের নাম উল্লেখ করে ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পর গ্রেফতার এড়াতে উভয়পক্ষের লোকজন গা-ঢাকা দিয়েছেন।