আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচং আদর্শ বাজারে ভোর রাতে অগ্নিকান্ডে স’মিল, রাইস মিল, মশলার মিল ও ফার্নিচারের দোকানসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টাব্যাপী বানিয়াচং ফায়ার সার্ভিস ইউনিট ও স্থানীয় জনতার অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান আগুনে তাদের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স’মিল, রাইস মিল এবং মশলার মিলের মালিক আশরাফ হোসেন বলেন তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কাঠ-ফার্নিচার ব্যবসায়ী মোঃ আঃ জব্বার, মোঃ সেকুল আহমেদ, মোঃ জয়নাল মিয়া, মোঃ জুয়েল মিয়া জানান তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।
ফায়ার সার্ভিস অফিসার শেখ সৈয়দ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com