পথসভায় ব্যারিস্টার শেখ ফজলে নাঈম
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। তিনি বাঙালিকে মর্যাদাশীল জাতির মর্যাদা এনে দিয়েছেন। এই অগ্রগতি নেপথ্যের অগ্রভাগে দেশের যুব সমাজ। যুব সমাজকে তিনি যুব শক্তিতে রূপান্তর করেছেন।
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনেও একজন যুবনেতাকে মেয়র পদে নৌকা দিয়েছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই আতাউর রহমান সেলিমকে পৌরসভার মেয়র নির্বাচিত করলে হবিগঞ্জ শহর হবে সিলেট বিভাগের মডেল।
বুধবার সন্ধ্যায় বেবীস্ট্যান্ড মোড়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নৌকার সমর্থনে আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। ব্যরিস্টার নাঈম আতাউর রহমান সেলিমের কাজে নিজে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির ও মশিউর রহমান চপল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী, উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, কার্যনির্বাহী সদস্য গাজী মোহাম্মদ শাহেদ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, নূরুল ইসলাম নূরু মিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com