স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় পুলিশ এসল্ট মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি উমেদনগরে টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুই দল লোকের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে আব্দুর রশিদ নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনা থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে দাঙ্গাবাজরা পুলিশের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করে। এ মামলার প্রেক্ষিতে পুলিশ উমেদনগর এলাকার শাওন আল হাসান (২২) ও উজ্জল রায় কাঞ্চন (২৩) নামে দুজনকে গ্রেফতার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com