স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নাগরিক সমাজের মেয়র পদপ্রার্থী বার বার নির্বাচিত ব্যকস এর সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল হুদা মনোনয়নপত্র দাখিল করছেন। গতকাল মঙ্গলবার দুপুর এক ঘটিকায় হাজার হাজার সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন। জমাদানকালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক উদ্দীন তালুকদার, ব্যকস এর সাবেক সভাপতি আলহাজ্ব মহিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল, দুর্লভপুরের বিশিষ্ট মুরুব্বি মোঃ মকছুদ আলী, জালালাবাদের বিশিষ্ট মুরুব্বি আব্দুল কাইয়ুম, নোয়াগাওর বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, নারায়নপুরের বিশিষ্ট মুরুব্বি সুরঞ্জন চন্দ্র গোপ।
মেয়র প্রার্থী মোঃ শামছুল হুদা হবিগঞ্জ পৌরবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পৌরবাসীর সার্বিক সহযোগিতা ভোট দোয়া/আশির্বাদ, কামনা করেন এবং সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com