স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সোনালী ব্যাংকের নিচ থেকে দিনদুপুরে মোটর সাইকেল চুরি হয়েছে। এতে মোটর সাইকেল আরোহীদের মধ্যে আতংক বিরাজ করছে। বুধবার দুপুরে ইউনিভার্সেল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি তার মোটর সাইকেলটি নিচে রেখে ব্যাংকে বিশেষ কাজে যান। ফিরে এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটর সাইকেল চোর সনাক্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মোটর সাইকেল উদ্ধার ও চোর ধরতে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com