স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল বহুলা এলাকার মাদক ব্যবসায়ী রশিদের আস্তানা জমজমাট হয়ে উঠেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কারাগারে থাকার সুযোগে খুচরা মাদক বিক্রেতারা সক্রিয় হয়ে উঠেছে। আর এই খুচরা বিক্রেতাদের নেতৃত্বে রয়েছে রশিদ। রশিদ ও তার স্ত্রী একাধিকবার পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয়ে কারাগারে যায়। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। গতকাল রাত ৯টার দিকে ১৫০ পিস ইয়াবাসহ শামীম রেজা (৪৫) নামের এক যুবদল কর্মীকে রশিদের বাড়ির সামন থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে রাজনগর এলাকার মৃত মারফত আলীর পুত্র। সে নিজেকে নির্দোষ দাবি করে বলে রশিদ আমাকে ইয়াবা দিয়ে রাজনগরের এক ব্যক্তির নিকট পাঠিয়েছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com