স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি হাওরে ট্রাক্টর উল্টে রাজু মিয়া (২০) নামের এক চালক নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বামকান্দি হাওরে ট্রাক্টর দিয়ে মাটি কাটছিল কিছু লোক। দুপুরে রাজু গাড়ি দিয়ে মাটি কেটে নিয়ে আসার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু রেজা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মোছাব্বির মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com