মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের হলফনামা
এসএম সুরুজ আলী ॥ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধবপুর পৌরসভা নির্বাচন। নির্বাচনে সকল প্রার্থী হলফনামার মাধ্যমে নিজেদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করেছেন। হলফনামায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক তাঁর আয়-ব্যয়ের যে হিসেব দেখিয়েছেন তাতে দেখা যায় তিনি মাসে প্রায় ২১ হাজার টাকা আয় করেন।
হলফনামা অনুযায়ী মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিকের ব্যবসা থেকে বছরে আয় হয় ২ লাখ ৫০ হাজার টাকা। এ হিসেবে তাঁর মাসিক আয় ২০ হাজার ৮৩৩ টাকা। মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম মাধবপুর এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমান ও আউলিয়া বেগমের ছেলে। হলফনামায় তিনি শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত বলে উল্লেখ করেন। তাঁর স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু এবং পাথর নির্মিত অলংকারাদি রয়েছে ৫০ হাজার টাকার। স্থাবর সম্পত্তির মধ্যে দালান, আবাসিক/বাণিজ্যিক ৫শতক, বাড়ির জায়গা রয়েছে ৫শতক। হলফনামায় তিনি উল্লেখ করেন তাঁর কাছে কোন নগদ টাকা নেই। ব্যাংকে কোন টাকা জমা নেই। তবে তাঁর ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ৩০ হাজার টাকার ও আসবাবপত্র রয়েছে ৪০ হাজার টাকার।