চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর, গোয়াছপুর আংশিক ও দারগাঁও গ্রামে ৭ কিলোমিটারের উর্ধ্বে ১ কোটি ৮ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। তিনি আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে গ্রামের ২১৯টি পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। এর পূর্বে উপজেলার নালমূখ বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিরাশী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুছ ছামাদ আজাদের পরিচালনায় ও সভাপতি মোঃ ইদ্রিছ আলী আলতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম আকবর হোসেন জিতু, চুনারুঘাট পল্লী বিদ্যুত সমিতির ডি.জি.এম আবুল কাশেম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তাহির মিয়া মহালদার, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মানিক সরকার, সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com