চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় ডি.সি.পি উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন প্রমূখ।
খেলায় বালকদের মধ্যে বঙ্গবন্ধু মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকাদের মধ্যে বঙ্গমাতা চুনারুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে রেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com