স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চেক জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানার আসামী টাউন হল রোড এলাকার বেষ্ট ওয়ান ফ্যাশন ব্যতিক্রম এর মালিক মোঃ শামীম মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী। মামলার বাদী পুরাতন হাসপাতাল সড়কের বাসিন্দা প্রাক্তন এএসপি সৈয়দ আতাউল বারীর ছেলে সৈয়দ আশরাফুল বারী জানান, তার সাথে সুসম্পর্ক থাকার সুবাদে বেষ্ট ওয়ান ফ্যাশন ব্যতিক্রম এর মালিক মোঃ শামীম মিয়া ব্যবসায় মূলধন বৃদ্ধির জন্য ২০১৭ সালের ২০ আগস্ট ৪ লাখ ৫৬ হাজার টাকা তার কাছ থেকে নেন।
এ সময় শামীম তাকে ডাচ বাংলা ব্যাংক হবিগঞ্জ শাখার সঞ্চয়ী হিসাব নং- ১৮৭১১০৩৬২২ এর ২ লাখ ৪৮ হাজার টাকা চেক প্রদান করেন। আর বাকি টাকাগুলো চেক পরবর্তীতে দেয়ার কথা বলেন শামীম মিয়া। পরবর্তীতে চলতি বছরের ২৯ জানুয়ারি আশরাফুল বারী সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে চেকটি উপস্থাপন করলে শামীমের ব্যাংক একাউন্টে কোন টাকা পাননি। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ ওই চেকটিকে ডিজঅনার করেন। এ প্রেক্ষিতে আশরাফুল বারী এ ব্যাপারে শামীম মিয়ার কাছে অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের মাধ্যমে একটি উকিল নোটিশ পাঠান। উকিল নোটিশের সময় পার হয়ে গেলেও শামীম মিয়া এর কোন জবাব দিতে পারেননি। এ প্রেক্ষিতে আশরাফুল বারী গত ২ এপ্রিল হবিগঞ্জ আমল আদালত-১ চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিজ্ঞ ভারপ্রাপ্ত বিচারক তৌহিদুল ইসলাম আসামী শামীম মিয়ার বিরুদ্ধে সমনজারি করে শামীম মিয়াকে ৩ জুলাই আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু শামীম মিয়া উল্লেখিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। কিন্তু শামীম মিয়া প্রকাশ্যে ঘুরাফেরা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত আসা-যাওয়া করলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। বাদী আশরাফুল বারী বলেন- আমি একজন পুলিশ পরিবারের সদস্য। ন্যায় বিচারের স্বার্থে আসামী শামীম মিয়াকে গ্রেফতারের দাবি জানান বাদী আশরাফুল।