স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদের মা সাফিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকাল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন। আজ বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে যুবদল নেতা জালাল আহমেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ ও বানিয়াচঙ্গ উপজেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম আখনজী। সংবাদপত্রে প্রেরিত পৃথক শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com