উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। সভায় বক্তব্য রাখেন পজিপ কর্মকর্তা শাকিল আহমদ। সভায় পাঁচটি ক্যাটাগরিতে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন হুসেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে মিলি ধর, সফল জননী নারী নাছিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে উঠে দাঁড়িয়েছেন মোছাঃ ফাতেহা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন শেফালী রাণী দাস। পরে তাদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেয়া হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক জয়িতাকে একটি করে চাদর উপহার দেন।
সভায় বক্তাগণ বলেন নারীর উন্নয়নে নারীরাই প্রধান অন্তরায়। বর্তমানে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com