মোহাম্মদ শাহ আলম ॥ পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে আজাত খা ওরফে ইদু মিয়া নামে এক মুসল্লীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্র জানায়, মাগরিবের নামাজে জন্য ইদু মিয়া মসজিদে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের অলি মিয়া, মরতুজ আলী, দরবেশ আলী, আব্দুল নুরসহ একদল লোক তার উপর হামলা চালায়। পরে স্থানীয় মুসল্লীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক বলেন, ইদু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। বর্তমানে সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া লাগতে পারে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com