কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের নালমুখ এলাকায় খোয়াই নদী থেকে ইজারা বহির্ভূত অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে উপজেলার বনগাঁও গ্রামের মৃত তরাবত উল্লার ছেলে ছায়েদ মিয়াকে (৫০) আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ বছরের কারাদন্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com