হবিগঞ্জে বয়ানে বয়ানে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন
এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে বয়ানে বয়ানে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ লাইনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এতে জেলার কয়েকশ’ আলেম উপস্থিত ছিলেন। বর্তমান শীত মৌসুমে জেলার বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে। এ অঞ্চলের মানুষ ধর্মভিরু। আলেমদের কথায় গুরুত্ব দেন। তাই ইসলামের আলোকে জঙ্গীবাদ দমন, মাদক নির্মুল, গুজব ছড়ানোর বিরুদ্ধে যেন তারা বয়ান করেন, ইসলামের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা যেন তারা তুলে ধরেন, ইসলামের ভাল দিকগুলো মানুষের সামনে তুলে ধরা ও ধর্মীয় জ্ঞান আহরণে উদ্বুদ্ধ করতে আলেমদের ভূমিকা রাখার লক্ষ্যে এ মতবিনিময়ের আয়োজন করেন পুলিশ সুপার। এতে জেলার বরেণ্য আলেমগণ বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোহাম্মদ নাজিম উদ্দিন। সভায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আলেমগণের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরীসহ আলেম-ওলামাগণ।