মাস্ক ব্যবহার না করায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে পাটের ব্যাগ ব্যবহার না করে পলিথিন ব্যাগ ব্যবহার করায় দুু’টি রাইস মিলে ২৫ হাজার এবং মাস্ক ব্যবহার না করায় আরও ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ১ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড করেন।
প্রশাসন সূত্রে জানা যায়- নোয়াপাড়া ইউনিয়নে দুটি রাইস মিলে দীর্ঘদিন ধরে পাটের ব্যাগ ব্যবহার না করে পলিথিন ব্যাগ ব্যবহার করে আসছিল। খবর পেয়ে বুধবার বিকালে সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন অভিযান চালিয়ে দু’টি রাইস মিলের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে একই দিন জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার ২শ’ টাকা জরিমানা করেন। সহকারি কমিশনার মোঃ মহিউদ্দিন জানান এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com