স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইউনাইটেড হাসপাতালের ডাক্তার শাহরীন রশিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ তৌহিদুর রহমান ডাক্তার শাহরীন রশিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
সূত্র জানায়- হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার ব্যবসায়ী মোঃ রমিজ আলীর কাছ থেকে ১০ লাখ টাকা নেন ডাক্তার শাহরীন রশিদ। পরে সেই টাকা পরিশোধ করেননি। এক পর্যায়ে মোঃ রমিজ আলীকে ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেন তিনি। অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজঅনার হলে ডাক্তার শাহরীনকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। তাতেও তিনি টাকা পরিশোধ করেননি। মামলা দায়ের করা হলে আদালত থেকে সমন ইস্যু করা হয়। আদালতের সমন পাওয়ার পরও ডাক্তার শাহরীন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেননি। অবশেষে আদালত গতকাল ডাক্তার শাহরীন রশিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গ্রেফতারী পরোয়ানা ইতিমধ্যে হবিগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com