নিজস্ব প্রতিনিধি ॥ প্রথমধাপে ২৮ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর রাতে ড্রাইভার বাজারস্থ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ এবং সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলালের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ মাসুদউজ্জামান মাসুক, জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ফরিদ হাসান।
সভায় আলোচনা সাপেক্ষে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুল্লাহ সরদারকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটি নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদউজ্জামান মাসুকের পক্ষে নির্বাচন পরিচালনা করবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com