কাজী মাহমুদুল হক সুজন ॥ বাহুবলে মাইক্রোবাস চাপায় আরশাদ আলী (৬০) নামের এক মুদিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার মিরপুর এলাকার চারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরশাদ আলী মিরপুর এলাকার চারগাঁও (আব্দাপঠিয়া) গ্রামের মৃত সফর আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিফুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আরশাদ আলী মিরপুর বাজারের একজন মুদিমাল ব্যবসায়ী ছিলেন। তিনি শুক্রবার সকাল ১১টার দিকে দৈনন্দিন দোকানের কাজ শেষ করে একই গ্রামের ইনসান মিয়ার নামের এক ব্যক্তির জানাজার নামাজে যাওয়ার জন্য বাইসাইকেল যোগে নিজের গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সিটকো গ্যাস পাম্পের কাছে পেছন থেকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘাতক মাইক্রোবাস সহ চালক পালিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com