স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এসময় তিনি সরকারিভাবে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলা সদরে অবস্থিত বড় বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ১৪টি দোকান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সমবেদনাকালে তিনি এসব কথা বলেন। পরে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি বানিয়াচং উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে ও সিনিয়র সদস্য এস এম সাইফুল ইসলাম সেলিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অভি বস্ত্র বিতানের স্বত্ত্বাধিকারী সেলিম মিয়া, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর গভীর রাতে বড় বাজারে অগ্নিকান্ডে ১৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com