স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আসামপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে, আমু চা বাগানের পুরাতন লাইনের মৃত কংশ মালাকারের ছেলে রতন মালাকার (২৪) ও একই বাগানের মৃত মন্টু ভৌমিকের ছেলে দয়াল ভৌমিক (২২)। র্যাব- ৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার আসামপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ রতন মালাকার ও দয়াল ভৌমিককে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com