শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ সভা
স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৮ ডিসেম্বর আসন্ন শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় দলের ছয় জন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র মোঃ ছালেক মিয়া।
সাধারণ সম্পাদক মাসুদ উজ্জামান মাসুকের পরিচালানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদারসহ পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সহ-সভাপতি, সম্পাদকমন্ডলী, সদস্য এবং প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
সভায় আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলের ছয় জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়া, সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মাসুদ উজ্জামান মাসুক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান মাসুক, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু, ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com