নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি সমাজসেবক আবুল কাশেম শিবলুর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাইছেন। লোকজন তাকে নিরাশ করছেন না। ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দিচ্ছেন। তার সমর্থনে স্থানে স্থানে পরামর্শ সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় তৃণমূলের শত শত লোক অংশগ্রহণ করছেন।
ভোটাররা মনে করেন আব্দুল কাশেম শিবলু মেয়র নির্বাচিত হলে প্রকৃতপক্ষে এলাকার উন্নয়ন হবে। উন্নয়নের জন্য তার কাছে যেতে হবে না। তিনি কোন প্রকারের অপরাধের সাথে জড়িত নেই। নিঃস্বার্থভাবে সমাজসেবা করে যাচ্ছেন। তাই এমন লোককেই মেয়র দেখতে চান ভোটাররা।
মেয়র প্রার্থী আবুল কাশেম শিবলু বলেন, তৃণমূল লোকজন আমাকে মনেপ্রাণে ভালবাসে। লোকজনের ভালবাসায় সিক্ত হয়ে পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চাই। বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাইছি। লোকজন বলেছে আমাকে ভোট দিবে। এবার তৃণমূল লোকেরা এক হয়েছে। মাঠে আমার পক্ষে গণজোয়ার আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com