পুঁজিবাদী, সা¤্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বন্ধ সকল পাটকল চালু, ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, চা শ্রমিকদের দৈনিক ৪০০ টাকা মজুরি নির্ধারণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, ঘরে বাহিরে নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষা চিকিৎসার বাণিজ্যিকীকরণ বন্ধ, সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ ও বক্তব্য প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩তম এবং বাসদ (মার্কসবাদী)’র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১১টা ৩০ মিনিটে চৌধুরী বাজার খোয়াইমুখে বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড উজ্জ্বল রায়, জেলার নেতা ডাঃ সুব্রত চক্রবর্তী, অটোরিক্সা শ্রমিক সামছুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি