ভোক্তা অধিকারের ভেজাল বিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ শহরের দুটি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে শহরের কালীবাড়িতে অবস্থিত ফুড ভিলেজ ও বদিউজ্জামান খান সড়ক এলাকায় স্কাই কুইন রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
অভিযানকালে ফ্রিজের মধ্যে কাঁচা, বাসি খাবার সংরক্ষণ, অনুমোদন বিহীন ফ্লেভার ব্যবহারের দায়ে ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং কাঁচা, রান্না করা খাবার একসাথে সংরক্ষণ করার অপরাধে স্কাই কুইন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন হবিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অবনী কুমার রায় এবং হবিগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক দেওয়ান মিয়াসহ হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন গত ১ মাস আগে রেস্টুরেন্ট মালিকদের নিয়ে তাঁর কার্যালয়ে মতবিনিময় সভা করে সচেতনতা সৃষ্টি করার পরেও আজকে অভিযানে এ ধরনের চিত্র ধরা পড়া খুবই দুঃখজনক। তিনি আরোও বলেন সরকারের নির্দেশ অনুযায়ী ভোক্তাদের বিশুদ্ধ খাবার নিশ্চিত করার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com