করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুবুল আলম হানিফ এবং তাঁর সহধর্মিনীর সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ আছর জেলা শহরের কোর্ট মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ জেলা, উপজেলা, পৌর যুবলীগসহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের শুরু হয়। পরে মাহবুবুল আলম হানিফ ও তার সহধর্মিনীর দ্রুত রোগমুক্তি কামনায় মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com