স্টাফ রিপোর্টার ॥ আগামী মার্চ-এপ্রিল মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিন্তা মাথায় রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, পাড়া-মহল্লায় মতবিনিময় ও পরামর্শ সভা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সামাদ ওরফে সামাদ মেম্বার। প্রতিটি পরামর্শ সভায় সামাদ মেম্বারকে চেয়ারম্যান পদে প্রার্থী হবার জন্য পরামর্শ দিচ্ছেন ভোটাররা।
মোঃ আব্দুস সামাদ মেম্বার শায়েস্তাগঞ্জ ৮নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ছিলেন দলের সাধারণ সম্পাদক। এরও আগে ছাত্রলীগ ও যুবলীগে রাজনীতি করেছেন দীর্ঘদিন। সামাদ মেম্বার একজন মুজিব আদর্শের সৈনিক। রাজনীতির সুবাদে এলাকাবাসীর কাছে বেশ পরিচিত হওয়ায় ইউনিয়ন পরিষদে একে একে চার বার মেম্বার নির্বাচিত হয়ে সুনামের সাথে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ রেখেছেন। পুরো ইউনিয়নবাসীর সেবা করার জন্য জনগণ তাঁকে চেয়ারম্যান পদে আসীন করতে স্বপ্ন দেখছেন।
শনিবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের কলিমনগর গ্রামে সামাদ মেম্বারের বাড়িতে ১ ও ২ নং ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল মালেক মাস্টার। ফরিদ মিয়া মাস্টারের পরিচালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন- আব্দুস ছালাম মেম্বার, মোঃ মারাজ মিয়া মেম্বার, আব্দুল কালাম আজাদ মেম্বার, মোঃ বেনু মিয়া, মোঃ আলী মিয়া, অহিদুজ্জামান, নুরুল আলম জামাল, মিজানুর রহমান, মোঃ লাভু মিয়া, অ্যাডভোকেট সাইফুর রহমান ফয়সাল প্রমুখ।
বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুস সামাদ মেম্বারকে চেয়ারম্যান পদে প্রার্থী হবার জন্য দলমত নির্বিশেষে মতামত ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন- আব্দুস সামাদ বর্তমানে মেম্বার না হয়েও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকার কারণে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ, রাস্তা-ঘাট উন্নয়নসহ গরীব দুঃস্থ পরিবারের পাশে থেকে করোনাকালিন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তাই আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান নির্বাচিত করার আশা ব্যক্ত করেন বক্তারা।