অল্পের জন্য বড় ধরণের অগ্নিকান্ড ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খাজা গার্ডেন সিটির ৫ম তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা।
ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি মোঃ শামছুল হুদা জানান- গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হঠাৎ মার্কেটের ৫ম তলায় এয়ারলিংক অফিসের ওয়াইফাই ক্যাবলের লুজ তারে আগুন জ¦লতে দেখে ব্যবসায়ীরা শোর চিৎকার শুরু করেন। আগুন লাগার খবর শুনে মার্কেটের ব্যবসায়ীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। আশপাশের বিভিন্ন দোকানপাটেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটের সামনে শত শত কৌতুহলী মানুষের ভিড় জমে।
বিষয়টি তাৎক্ষণিক হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তিনিও সেখানে ছুটে যান। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওয়াইফাই ক্যাবলের লুজ তার পুড়লেও অফিস, আশপাশের কোন কক্ষ বা ব্যবসা প্রতিষ্ঠানে ছড়ায়নি। ফলে বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পান মার্কেটের ব্যবসায়ীরা। তাৎক্ষনিক অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাছাড়া কিভাবে ওই তারে আগুন লেগেছে তাও কেউ সঠিকভাবে বলতে পারছেন না। ধারণা করা হচ্ছে কারো সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান- অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।