কনের বয়স ২০ আর বরের বয়স ১৭ বছর
স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে \ আজমিরীগঞ্জে বাল্য বিয়ে পন্ড করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়ায় বরের পিতা বানিয়াচংয়ের আমিরখানী মহল্লার মৃত তাজ উদ্দিনের ছেলে লেচু মিয়াকে (৪৫) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান জানান, শুক্রবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের রহিম মিয়ার ২০ বছরের মেয়ের সাথে বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার লেচু মিয়ার ১৭ বছরের ছেলের বিয়ের আয়োজন করা হয়। বরযাত্রীরা খাবার শেষে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর পূর্বে গোপন সংবাদে সেখানে গিয়ে বিয়ে পন্ড করা হয়। পরে বরের বাবা লেচু মিয়াকে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে তারা বাল্যবিবাহ সংঘটনে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com