স্টাফ রিপোর্টার \ ক্রেতার ছদ্মবেশে আজমিরীগঞ্জ উপজেলার গড়াহাটি, নোয়াগড় এলাকায় অভিযান চালিয়ে দুই পাখি বিক্রেতাকে আটক করে তাদেরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্র্র্তা মতিউর রহমান খান। শুক্রবার ভোরে তিনি এই অভিযান পরিচালনা করেন। দন্ডিত দুই পাখি বিক্রেতা হলেন আজমিরীগঞ্জ উপজেলার গড়াহাটি গ্রামের জোনাব আলীর ছেলে আলমগীর মিয়া (২৩) ও একই উপজেলার জলসুখা গ্রামের ফুরুক মিয়ার ছেলে লুতু মিয়া। অভিযানকালে ১২টি পাখি জব্দ করে হাওরে অবমুক্ত করা হয়।
আজমিরীগঞ্জের ইউএনও মতিউর রহমান খান জানান, পরিযায়ী পাখি রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডিত ব্যক্তিদ্বয় নিজেরাই পাখি শিকার করে বিক্রি করার সময় ছদ্মবেশে ক্রেতা সেজে তাদেরকে আটক করা হয়। পরে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ অনুযায়ী ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অতিথি পাখি রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার জেলার আজমিরীগঞ্জ, বাহুবল, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক পাখি জব্দ ও পাশি শিকারের উপকরণ জব্দ করা হয় এবং দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।