স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামে রিপন সূত্রধর (৩০) নামের এক কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের নিহা রঞ্জন সূত্রধরের পুত্র। গতকাল শুক্রবার সকালে বিথঙ্গল ফাঁড়ি পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। গত বৃহস্পতিবার খাওয়া শেষে ঘরে ঘুমিয়ে পড়ে রিপন। কিন্তু সকালে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। দরজা না খোলায় দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে কি কারণে সে মারা গেছে তার কারণ জানা যায়নি। পুলিশ বলছে তদন্ত চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com