চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘দুর্গতিনাশিনী’ দেবীর দেবালয়ে ফেরার দিনে ঢাকের বাদ্য আর অশ্রুভেজা ভালোবাসায় তাকে বিদায় জানালেন চুনারুঘাটের পুজারীরা। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সাঙ্গ হলো উপজেলার ৮৩টি পূজামন্ডপের উৎসব। বৈশ্বিক মহামারীর কারণে সরকারি নির্দেশ মেনে কোন প্রকার শোভাযাত্রা ছাড়াই উপজেলার ৮৩টি পূজা মন্ডপের মূর্তির অধিকাংশ বিসর্জন দেওয়া হয় চান্দপুর চা বাগান পুকুর ও খোয়াই নদীতে। এছাড়া বিভিন্ন ইউনিয়নের বড় পুকুর ও করাঙ্গী নদীতেও মুর্তি বিসর্জন দেওয়া হয়। চান্দপুর বাগান পুকুরে মুর্তি বিসর্জনের সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান- ‘বাবার বাড়ি বেড়ানো’ শেষে দেবী দুর্গা এক বছরের জন্য ফিরে গেলেন ‘কৈলাসের শ্বশুরালয়ে’। সমাপ্ত হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসবের।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণয় পাল বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর যে শোভাযাত্রা হবে না, তা আগেই জানানো হয়েছিল। তাই এবার কোথাও কোন শোভাযাত্রা হয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com