স্টাফ রিপোর্টার ॥ টমটম চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে সদর থানার একদল পুলিশ শায়েস্তাগঞ্জ ও বানিয়াচংয়ে সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের তাহির মিয়ার পুত্র শিপন মিয়া ও বানিয়াচং সদরের নন্দিপাড়া গ্রামের আঞ্জব আলীর পুত্র হারুন মিয়া। গতকাল সোমবার বিকেলে আটককৃতদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাছাড়া আটক হারুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পুলিশ জানায়, হারুন ও শিপন আন্তঃজেলা টমটম চোর চক্রের সদস্য। তারা হবিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে টমটম চুরি করে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com