স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইমান আলীকে (৩০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার রাত ৮টায় সদর থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে শহরের হরিপুর গ্রামের ছোরাব আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ছাড়া সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com